বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: তিয়াসের জল লইয়া আসার
তিয়াসের জল লইয়া আসার আশায় ব’সে আছি।
ফুলের পাত্রে রাখলাম মধু, এলো না মৌমাছি॥
জোয়ার গেল, এলো ভাটি
মাটির প্রদীপ হ’ল মাটি,
বুকে পাওয়ার আশা গেল, চোখের দেখা যাচি
এখন চোখের দেখা যাচি॥
চন্দ্র সূয তারার ছায়া আজো হেথা পড়ে
ভুলে তুমি রইলে বন্ধু মাথার দিব্যি করে।
না পেয়ে গো তোমার সহায়
দেহ-লতা ভূ’য়ে লুটায়
আবার দেখা হবে বন্ধু এবার যদি বাঁচি॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু
জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের এপ্রিল (চৈত্র
১৩৪৬-বৈশাখ ১৩৪৭) মাসে, টুইন কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল
৪০ বৎসর ১০ মাস।
- গ্রন্থ:
- নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি
২০১২)। ১০৭২ সংখ্যক গান। পৃষ্ঠা: ৩২৮।
- নজরুলের হারানো গানের খাতা [নজরুল ইনস্টিটিউট, ঢাকা। আষাঢ় ১৪০৪/জুন ১৯৯৭।
গান সংখ্যা ২২৪১। পৃষ্ঠা: ৬৭২।
- রেকর্ড:
টুইন [এপ্রিল ১৯৪০ (চৈত্র
১৩৪৬-বৈশাখ ১৩৪৭)। এফটি ১৩২৬০। শিল্পী: পরান রায়। সুর-নজরুল ইসলাম]