বিষয়:
নজরুল সঙ্গীত।
শিরোনাম: বন্ধু আমার! থেকে থেকে কোন্ সুদূরের বিজন পুরে
বন্ধু, আজো মনে রে পড়ে আম কুড়ানো খেলা।
আম কুড়াইবার যাইতাম দুইজন নিশি-ভোরের বেলা॥
জোষ্ঠি মাসের গুমোঁট রে বন্ধু আস্ত নাকো নিদ
রাত্রে আস্ত নাকো নিদ্
আম-তলায় এক চোর আইস্যা কাঁট্ত প্রাণে সিঁদ্
(আর) নিদ্রা গেলে ফেল্ত সে চোর আঙিনাতে ঢেলা॥
আমরা দুইজন আম কুড়াইতাম, ডাক্ত কোকিল গাছে,
ভোলো যদি - বিহান বেলার সূয্যি সাক্ষী আছে,
(তুমি) পায়ের কাছে আম ফেইল্যা গায়ে দিতে ঠেলা॥
আমার বুকের আঁচল থাইক্যা কাইড়া নিতে আম,
বন্ধু, আজও পাই নাই দাসী সেই না আমের দাম,
(আজ) দাম চাইবার গিয়া দেখি তুমি দিছ মেলা॥
নিশি জাইগ্যা বইস্যা আছি, জোষ্ঠি মাসের ঝড়ে
সেই না গাছের তলায় বন্ধু এখনো আম পড়ে
তুমি কোথায় আমি কোথায় দুইজনে একেলা॥
-
রচনাকাল ও স্থান: গানটির
রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের এপ্রিল
(চৈত্র ১৩৪৬-বৈশাখ ১৩৪৭) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪০ বৎসর
১০ মাস।
- গ্রন্থ:
- নজরুল-সঙ্গীত সংগ্রহ নজরুল ইন্সটিটিউট। [ফেব্রুয়ারি ২০১২)।
১৪৬০ সংখ্যক গান। পৃষ্ঠা: ৪৩৯]
- বুলবুল দ্বিতীয় খণ্ড
- প্রথম সংস্করণ [১৩৫৯ বঙ্গাব্দের ১১ই জ্যৈষ্ঠ (২৫ মে ১৯৫২)।
- নজরুল-রচনাবলী─ষষ্ঠ খণ্ড [নজরুল জন্মশতবর্ষ সংস্করণ। বাংলা
একাডেমী, ১২ই ভাদ্র ১৪১৪। ২৭শে আগস্ট, ২০০৭।
৪৪
সংখ্যক গান। পৃষ্ঠা ২৭৫]
- রেকর্ড:
এইচএমভি। [এপ্রিল ১৯৪০ (চৈত্র ১৩৪৬-বৈশাখ ১৩৪৭)। এন ১৭৪৪৩। শিল্পী:
আব্বাসউদ্দীন। সুর: নজরুল ইসলাম।
- স্বরলিপিকার ও স্বরলিপি:
- পর্যায়
- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ: পল্লীগীতির সুর