বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: বৈঁচি
মালা রইল গাঁথা পিয়াল পাতা ঢাকা
বৈঁচি
মালা রইল গাঁথা পিয়াল পাতা ঢাকা (লো)।
সে এলো না, সয় না লো আর এক্লা ঘরে থাকা (লো)॥
সে বর্শা ধনুক নিয়ে হাতে
ঘুরে বেড়ায় কাহার সাথে?
(সে) আসবে কসে, চাঁচর কেশে বেঁধে পাখির পাখা (লো)॥
(সে) বলেছিল, ডাগর হবে টগর-চারা যবে
লুকিয়ে এসে আমার হাতের বৈঁচি-মালা লবে (লো)॥
আজ টগর গাছে ফুল ফুটেছে
ফাগুন মাসের চাঁদ উঠেছে।
আঙিনাতে ফুল ছড়িয়ে কাঁদে পলাশ-পাখা (লো)॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে
কিছু জানা যায় না। ১৯৩৯ খ্রিষ্টাব্দের এপ্রিল (চৈত্র ১৩৪৪-বৈশাখ
১৩৪৫) মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটির
প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৯ বৎসর ১০ মাস।
- গ্রন্থ:
নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)।
২২৬৫ সংখ্যক গান। পৃষ্ঠা: ৪০৪।
- রেকর্ড: এইচএমভি [এপ্রিল ১৯৩৯ (চৈত্র ১৩৪৪-বৈশাখ ১৩৪৫)। এন ১৭২৮৩। শিল্পী:
মাধুরী দে]
- স্বরলিপিকার ও স্বরলিপি:
- নিতাই ঘটক। সঙ্গীতাঞ্জলি, প্রথম খণ্ড (জেনারেল প্রিন্টার্স য়্যান্ড
পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, ১৩৭৫। পৃষ্ঠা: ৪৫-৪৬]
[নমুনা]
- পর্যায়
- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ: ঝুমুর
- তাল: ঝুমুর
- গ্রহস্বর: রা