বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: মাদল বাজিয়ে এলো বাদ্লা মেঘ এলোমেলো
মাদল বাজিয়ে এলো বাদ্লা মেঘ এলোমেলো
মাতলা হাওয়া এলো বনে।
ময়ূরী নাচে কালো জামের গাছে
পিয়া পিয়া বন-পাপিয়া
ডাকে গো আপন মনে॥
বেত-বনের আড়ালে ডাহুকী ডাকে,
ডাকে না এমন দিনে কেহ আমাকে,
বেণীর বিনুনী খুলে পড়ে
একলা মন টেকে না ঘরের কোণে॥
জঙ্গল পাহাড় কাঁপে বাজের আওয়াজে,
বুকের মাঝে তবু নূপুর বাজে॥
ঝিঁঝিঁ তার ডাক ভুলে
ঝিম্ ঝিম্ ঝিম্ বৃষ্টির বাজ্না শোনে॥
- ভাবার্থ: বর্ষার আগমনী রূপ বর্ণনা করা হয়েছে এই গানে। এলোমেলো মাতাল
হওয়ার সাথে মাদল বাজিয়ে বর্ষা আসে বাদলের মেঘ হয়ে। তারই আনন্দে ময়ূরী নাচে কালো
জামের গাছে। বন-পাপিয়া তার প্রেয়সীর উদ্দেশ্যে পিয়া পিয়া ডাকে আপন মনে। ডাকে
বেত-বনের আড়ালে ডাহুকী তার প্রিয়তমাকে। সঙ্গহীনা গৃহবাসিনীর আক্ষেপ, এমন দিনে তাকে
কেউ ডাকে না। বিরহ আবেশে ঘারে তার মন টেকে না, বিনুনী খুলে পড়ে।
পাহাড়-জঙ্গল কাঁপিয়ে বজ্রপাত হয়, সে ভয়ঙ্কর ধ্বনির মাঝেও বুকের মাঝে বাজে তার
প্রেমের নুপূর। ঝিঁঝিঁ পোকা তার প্রেয়সীর আহ্বানের ডাক বন্ধ করে, শুধু শোনে ঝিম্
ঝিম্ ঝিম্ বৃষ্টির সুরলহরী।
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা
২২৬৯। পৃষ্ঠা: ৬৮০]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রকৃতি, বর্ষা, আগমনী, নৃত্যানন্দ