হলুদ বাটিতে হলুদবরণ গৌর মনে পড়ে (লো)
আমি ঘোমটা দিয়ে কান্না লুকাই একা রান্নাঘরে॥
ভুলি’ ঘরকান্নার কাজ,
আমার রইল না লোকলাজ,
আমি ননদ নাড়া খেয়ে মরি জায়ে নালিশ করে (লো)॥
সোয়ামিতে সন্দেহ করে, দেওর-ভাসুর রাগে (গো)
যত নদীয়া-বাসিনী
সবাই আমার সতিনী
আমি যার কাছে যাই সেই পেতে চায় নদীয়া-নাগরে (গো)॥