বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম:
জয় হে জনগণ-অধিপতি জয়।
জয় হে জনগণ-অধিপতি জয়।
হে দেবপূজা-নিঃশঙ্ক নির্ভয়॥
প্রতাপে ভাস্বর তুমি আদিত্য হে
মৃত্যু তোমার চরণে ভৃত্য হে,
সিংহাসন তব ব্যথিত চিত্ত হে –
হে রাজ সন্ন্যাসী চির-অসংশয়॥
সিংহ-বিক্রম শত্রুজিৎ শূর
চক্রপথে তব উষর বন্ধুর,
দুর্দিনে এই দুর্গশিরে তুমি –
আশার কেতন-মন্ত্র অভয় জয় হে॥
-
রচনাকাল
ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩৪ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর মাসে (ভাদ্র-আশ্বিন ১৩৪১), এইচএমভি রেকর্ড কোম্পানি 'প্রতাপাদিত্য' নামক নাটক প্রকাশ করে। এই সময় নজরুলের বয়স ৩৫ বৎসর ছিল ৩ মাস।
- গ্রন্থ
- নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)। ২৩১৬ সংখ্যক গান। পৃষ্ঠা: ৬৯৯।
- রেকর্ড: এইচএমভি [সেপ্টেম্বর
১৯৩৪ খ্রিষ্টাব্দ (ভাদ্র-আশ্বিন ১৩৪১)।
নাট্যপালা প্রতাপাদিত্য। নাট্যকার: যোগেশ
চৌধুরী। চরিত্র বৈতালিক। এন ৭২৭৭। শিল্পী: গোপাল সেন।