বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম:
ভূমিকম্পের প্রলয়-লীলায় সব হ’ল ছারখার
ভূমিকম্পের প্রলয়-লীলায় সব হ’ল ছারখার;
ভিক্ষার ঝুলি ছাড়া আজ ভাই সম্বল নাহি আর।
ভিক্ষা দাও গো ভিক্ষা দাও, কাঁদন কি ঐ শুনিতে দাও
–
বিত্তবিহীন চিত্ত ভরিয়া সকরুণ হাহাকার॥
সারা জীবনের শ্রম-সঞ্চিত
সম্পদ হ’তে হ’য়ে বঞ্চিত
রিক্ত হস্ত জনগণ হের ফিরিতেছে দ্বার দ্বার।
তোমার ক্ষুধার অন্নে আছে এ ক্ষুধিতের অধিকার॥
আর্ত বিহারী তরে এ ভিক্ষা
নহে হে বন্ধু, করে প্রতীক্ষা,
দ্বারে তব দীন পীড়িত মানুষ প্রার্থনা সবাকার।
এই পীড়িতেরে ফিরাতে কে পারে, রুধবে কে আজি দ্বার॥
আজ যাহা দিবে সম্বলহীনে
ফিরায়ে তা পাবে তব দুর্দিনে,
ঐশ্বর্যের পরিণতি হের সমুখে তব বিহার।
ভিক্ষার ঝুলি ভরিয়া হে দাতা বর লহ বিধাতার॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায়
না। মোয়াজ্জিন পত্রিকার চৈত্র ১৩৪০ (মার্চ-এপ্রিল ১৯৩৪) সংখ্যায় গানটি থেকে প্রকাশিত হয়েছিল।
১৯৩৪ খ্রিষ্টাব্দের ১৫ জানুয়ারি (সোমবার ১ মাঘ ১৩৪০) বিহারের প্রবল ভূমিকম্পের
ক্ষয়ক্ষতিতে স্থানীয় অনেক মানুষ নিঃস্ব হয়ে হয়ে পড়ে। এসব নিরাশ্রায়ী
সহায়-সম্বলহীন মানুষের জন্য নজরুল এই গানটি রচনা করেছিলেন। এই
সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ৮ মাস।
- গ্রন্থ:
নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা
২৩৪৪। পৃষ্ঠা:
৭১২।]
- পত্রিকা: মোয়াজ্জিন [চৈত্র ১৩৪০ (মার্চ-এপ্রিল ১৯৩৪)।]