বিষয়: নজরুল সঙ্গীত। 
শিরোনাম:
		সেই আমাদের বাংলাদেশ!
	
		
		সেই আমাদের বাংলাদেশ!
		রাজরানী আজ ভিখারিনী কাঁদছে বনে লুটিয়ে কেশ॥
		মুক্ত-ধারা সে-নদী আজ মন্দ-গতি বন্ধনে,
		সুনীল আকাশ অশ্রু-মলিন নিপীড়িতের ক্রন্দনে।
		ধূলায় ছিল সোনার রেণু ঘরে ঘরে সুখ-বিলাস
		নিঃশ্বসিয়া ফিরছে হেথা চাঁদ-কেদারের দীর্ঘশ্বাস,
		বাতাসে হায় ফিরছে উড়ে বীর প্রতাপের ভস্ম-শেষ॥
	
	- রচনাকাল 
		ও স্থান:
		গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩৪ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর মাসে (ভাদ্র-আশ্বিন ১৩৪১), এইচএমভি রেকর্ড কোম্পানি 'প্রতাপাদিত্য' নামক নাটক প্রকাশ করে। এই সময় নজরুলের বয়স ৩৫ বৎসর ছিল ৩ মাস।
	
 
 
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)। ২৩৪৯ সংখ্যক গান। পৃষ্ঠা: 
৭১৪-৭১৫।
 
- রেকর্ড: এইচএমভি [সেপ্টেম্বর
১৯৩৪ খ্রিষ্টাব্দ (ভাদ্র-আশ্বিন ১৩৪১)।
		নাট্যপালা প্রতাপাদিত্য।  এন ৭২৮৭। শিল্পী: 
		ধীরেন দাস।