বিষয়: নজরুলসঙ্গীত
শিরোনাম: আমি দেখেছি তোর শ্যামে দেখেছি কদম-তলা
আমি দেখেছি তোর শ্যামে দেখেছি কদম-তলা।
আমি দেখেছি তোর অষ্টাবক্রের আঁকাবাঁকা চলা –
তার যত ছলাকলা॥
তুই মোর গোয়ালের ছিঁড়ে দড়ি
রাত-বিরেতে বেড়াস চরি,’
তুই রাখাল পেয়ে ভুলে’ গেছিস্ আয়ান-ঘোষের রলা॥
- ভাবসন্ধান: এই গানটিতে রঙ্গাত্মক ঢঙে রাধার প্রতি আয়ান ঘোষের অভিযোগ
উপস্থাপিত হয়েছে। ব্রজধামের রাধাকৃষ্ণের লীলাকাহিনিতে আয়ান ঘোষ রাধার স্বামী।
রাধা লুকিয়ে প্রেম প্রেম করেন কৃষ্ণের সাথে। মূলত এই গানে প্রকাশ পেয়েছে আয়ান
ঘোষের সাথে রাধার দাম্পত্য জীবনের হাতাশজনীত আক্ষেপ। এই প্রকাশিত হয়েছে আয়ানের
মনোদুঃখের বিররণ। তাঁর এই অভিযোগ সরাসরি রাধার উদ্দেশ্যেই।
আয়ান ঘোষ তাঁর অভিযোগে বলেছেন- তিনি রাধার প্রেমিক কৃষ্ণের ছলকলা দেখেছেন, দেখেছেন তাঁদের অভিসারের স্থান কদম তলা।
তিনি দেখেছেন অভিসারিণী রাধার অষ্টাবক্রে (হেলেদুলে দেহের অষ্টভঙ্গ করে) চলা।
রাধা তাঁর সংসারের দড়ি ছিঁড়ে রাত-বিরেতে কৃষ্ণের সাথে ঘুরে বেড়ান। এসবই আয়ান
ঘোষকে পীড়া দেয়। রাধার প্রতি আয়ান ঘোষের অভিমান যে, তিনি ছন্নছাড়া রাখাল
কৃষ্ণকে দেখে তাঁর প্রেম পড়ে, আয়ান ঘোষের সংসারে রলা (দৃঢ় খুঁটি) ভুলে গেছেন।
- রচনাকাল: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু
জানা যায় না। ১৯৩১ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর (আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ) মাসে প্রকাশিত
'চন্দ্রবিন্দু' সঙ্গীত-সংকলনে গানটি প্রথম অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩২ বৎসর ৪ মাস।
- গ্রন্থ:
-
চন্দ্রবিন্দু
- প্রথম সংস্করণ [সেপ্টেম্বর ১৯৩১, আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ।]
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, চতুর্থ খণ্ড [জ্যৈষ্ঠ ১৪১৮, মে ২০১১।
চন্দ্রবিন্দু। কমিক গান। শিরোনাম: প্রতিদ্বন্দ্বী। বাউল। পৃষ্ঠা: ২১৬]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত। সনাতন হিন্দুধর্ম। বৈষ্ণব সঙ্গীত। রাধাকৃষ্ণ
লীলা। আয়ান ঘোষের অভিযোগ।