বিষয়: নজরুলসঙ্গীত।
শিরোনাম: আজ শরতে আনন্দ ধরে না ধরণীতে
	
	
আজ শরতে আনন্দ ধরে না ধরণীতে।
একি অপরূপ সেজেছে বসুন্ধরা নীলে হরিতে॥
আনো ডালা ভরি কুন্দ ও শেফালি,
আজ শারদোৎসব জ্বালো দীপালি।
স্নেহ-মাখা সুনিবিড় আকাশ উদার ধীর,
দুলে নদীতীর কার আগমনীতে॥
	
		
- রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে 
		কিছু জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের নভেম্বর (কার্তিক-অগ্রহায়ণ ১৩৪৩) মাসে, 
রেকর্ডে মন্মথ রায়ের রচিত 'সুরথ উদ্ধার' নাটক প্রকাশিত হয়েছিল। এই নাটকে গানটি 
ব্যবহৃত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ৫ মাস।
 
 
- গ্রন্থ:
	- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২১৬২। পৃষ্ঠা: 
	৬৫০]
 
- রেকর্ড:
	- এইচএমভি  [জুলাই ১৯৩৭ (আষাঢ়-শ্রাবণ ১৩৪৪)।  এন ৯৯২৭। কুমারী আভা সরকার
- ১৯৩৭ খ্রিষ্টাব্দের ১৫ জুলাই (বৃহস্পতিবার, ৩১ আষাঢ় ১৩৪৪) 
এইচএমভি রেকর্ড কোম্পানির সাথে নজরুলের চুক্তি হয়েছিল। এই চুক্তিপত্রে এই গানটি 
তালিকাভুক্ত করা হয়েছিল। 
 
- সুরকার: কাজী নজরুল ইসলাম
 
- স্বরলিপি ও স্বরলিপিকার:
আহসান 
মুর্শেদ 
[নজরুল সঙ্গীত স্বরলিপি, বিয়াল্লিশতম খণ্ড, কবি নজরুল ইসলাম 
ইনস্টিটিউট। জুন ২০১৮] গান সংখ্যা ১। পৃষ্ঠা: 
১৭-১৯ 
	[নমুনা]
 
- পর্যায়:
	- বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত [সনাতন হিন্দু ধর্ম, বৈষ্ণব। হিন্দি গান]
- সুরাঙ্গ: ভজন