বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: একদা তুমি আগা দৌড় কে ভাগা মুরগি লে কে
[সুর : 'একদা তুমি প্রিয়ে আমারি এ তরুমূলে']
একদা তুমি আগা দৌড় কে ভাগা মুরগি লে কে
তোমারে ফেল্নু চিনে ঐ আননে জম্কালো চাপ দাড়ি দেখে’॥
কালো জাম খাচ্ছিলে যে সেইদিন সেই গাছে চ'ড়ে,
কালো জাম মনে ক’রে ফেল্লে খেয়ে ভোম্রা ধ'রে
'চুঁ করো আওর চাঁ করো ছোড়ে গা নেই,
সব কুছু কালা কালা খা জায়ে গা' -বল্লে হেঁকে॥
ভুলো আর টেমি জিমি চেনে যে ঐ ঝাঁকড়া চুলে,
তোমারে দেখ্লে পরে তারস্বর আসে তেড়ে ল্যাজুড় তুলে'।
ও-পাড়ায় হীরু তোমায় দেখেই পালায় পগার-পাড়ে,
'রুপিয়া লে আও, 'বলে ধরলে তাহার ছাগলটারে।
দেখিয়াই মট্রু মিঞায়া মুরগি-চোরা ঝোপের আড়ে,
তাই কি ছেলেমে মুরগি-চোরা বলে ডেকে'॥
- রচনাকাল ও স্থান: গানটির সুনির্দিষ্ট রচনাকাল পাওয়া যায় না। ছোটদের মধুচক্র পত্রিকার
(সম্পাদক অখিল নিয়োগী) ১৩৪১ বঙ্গাব্দের জ্যৈষ্ঠ (মে-জুন ১৯৩৪) সংখ্যায় গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই
সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৫ বৎসর ১ মাস।
-
পত্রিকা: ছোটদের মধুচক্র পত্রিকার (সম্পাদক অখিল নিয়োগী)। জ্যৈষ্ঠ ১৩৪১ (মে-জুন ১৯৩৪)
- গ্রন্থ:
- নজরুল-সঙ্গীত সংগ্রহ,[নজরুলল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি
২০১২। সংখ্যা ২৩৬৬। পৃষ্ঠা: ৭২২]
- ভাঙা গান:
মূল গান: একদা তুমি প্রিয়ে আমারি এ তরুমূলে [রবীন্দ্রনাথ ঠাকুর।
গীতবিতান। প্রেম-২৯৩]