বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: নাকে নথ দুলাইয়া চলে
নাকে নথ দুলাইয়া চলে, কাঁখে কলস পোলা
কোলে।
যেন হুক্কা বাঁধা থোলে এরা মোর হউরের মাইয়া॥
সে ছল কইর্যা কাশে
আর ফিক্ ফিক্ কইর্যা হাসে,
তার ড্যাব্রা চোখের পাশে ঝুলকালি মাখাইয়া॥
তার গাল যেন জাম্বুরা, তার নাম নারকেল-কুরা,
তার দাঁত কদুর বীচি রে ভাই, লয়ান লাট্টু-ঘুরা,
আমি চিন্ছি চিকনাই দেইখ্যা, ঐ না তৈল হলুদ মাইখ্যা,
সে আইসে আইক্যা বাইক্যা
হহ হেই ত আসে ছাঁচি পান চাবাইয়া॥
মোরে কয় সে, ‘বি্টলে বাইট্যা’
করে কাইজ্যা কোমর সাইট্যা,
সে দেয় মোরে মুখ ভেস্কি,
দেয় গায়ে ফেইল্যা পেচকি,
তার চলার পথে রাখনু কি মুই গামছা মোর বিছিইয়া॥
-
রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৭ খ্রিষ্টাব্দের অক্টোবর (আশ্বিন-কার্তিক ১৩৪৪) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে।
এই সময় নজরুলের বয়স ছিল ৩৮ বৎসর ৪ মাস।
-
গ্রন্থ:
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান
২৪০৯। পৃষ্ঠা ৭৪১]
- রেকর্ড: এইচএমভি [অক্টোবর ১৯৩৭ (আশ্বিন-কার্তিক ১৩৪৪)]। এন ৯৯৭৬। শিল্পী:
রঞ্জিৎ রায়। সুর নজরুল ইসলাম