বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: নাচিছে মোট্কা নাচে পিলে-পটকা নাচে হাঁ
নাচিছে মোট্কা নাচে পিলে-পটকা নাচে হাঁ
নাচে বক্‌না নাচে বল্‌দা হাঁ পেত্নী মৌরার নাত্নী
ধেই ধেই ধেই ধেই ধেই ধেই ধেই ধেই শ্যাওড়া গাছে॥
নাচে পায়জামা মেমের মামা
নাচে মিস্টার সিস্টার মিসেস্
ইতর বিশেষ ষক্ষী পিচেশ যতে আছে॥
(বৌ) রান্নাঘরে রান্না ফেলে শেষে নাচের ঢং
(দেয়) হলুদ ব’লে তরকারিতে মুখে মাখার রং।
        বাঙালি সাত কোটি হল সব নট-নটী
        বেচ সব ঘটি বাটী
নেড়ে ঠ্যাংটা আধা-ল্যাংটা নাচ শেখে শঙ্করের কাছে॥