বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম:বাপ্ রে বাপ কি পোলার পাল্ পিল্ পিল্ কইর্যা আসে
বাপ্ রে বাপ কি পোলার পাল্ পিল্ পিল্
কইর্যা আসে
সব কিলবিল কইর্যা আসে।
কি ফলই ফৈল্যাছে বাবা এই বিবাহ-রূপ চাষে॥
পোলার পাল না ছাতাইর্যা পাখি
খ্যাচ্ খ্যাচাইয়া উঠছে ডাকি’
‘অমুক দাও আর তমুক দাও’
‘ইয়ে খাইমু আর উয়ো লাও’
মাংস যেন ছিঁইর্যা খাইব গিলতে চায় গোগ্রাসে॥
কেউবা আইস্যা ধরে কোঁচা, কেউবা টানে কাছা,
কাউয়ার দল যেমন কইর্যা খ্যাদায় দেখলে প্যাঁচা,
নেডুরি গেঁড়্রি যেন তৈলের ভাঁড়
লবণের ভাঁড় জ্বালায় হাড়
ব্যাঙের ছাও ব্যাঙাচি যেন বাইরায় আষাঢ় মাসে,
আমি জাইন্যা চইড়্যাছি বাপ আপন শূলের বাঁশে॥
-
রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৭ খ্রিষ্টাব্দের অক্টোবর
(আশ্বিন-কার্তিক ১৩৪৪) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে।
এই সময় নজরুলের
বয়স ছিল ৩৮ বৎসর ৪ মাস।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা
১৬০৮। পৃষ্ঠা: ৪৮১]
- রেকর্ড: এইচএমভি [অক্টোবর ১৯৩৭ (আশ্বিন-কার্তিক ১৩৪৪)। এন ৯৯৭৬। শিল্পী:
রঞ্জিৎ রায়। সুর নজরুল ইসলাম]