বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: ভ্যাক্ত তব ডাকে মেনকা-নন্দিনী
ভ্যাক্ত তব ডাকে মেনকা-নন্দিনী
সব কুচু হামার হারাইয়া মা গো॥
তোমার নাম জপি জগদম্বা গো
মহামাইয়া আইস্যা সন্ধ্যা আঁধিয়ারা
নাইশো আনন্দিনী॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে
কিছু জানা যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দের
১৮ সেপ্টেম্বর (বুধবার,
১ আশ্বিন ১৩৪২) এইচএমভি রেকর্ড কোম্পানির সাথে নজরুলের একটি চুক্তি হয়। চুক্তিতে এই
গানটি ছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৬ বৎসর ৪ মাস।
- গ্রন্থ:
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান
সংখ্যা ৮৫৮। পৃষ্ঠা: ২৬৪]
- কালোয়াতি কসরৎ। নজরুল রচনাবলী, নবম খণ্ড। বাংলা একাডেমী ঢাকা।
১২ ভাদ্র ১৪১৫, ২৭ আগষ্ট ২০০৮]
- রেকর্ড:
- এইচএমভির সাথে চুক্তিপত্র। [১৮ সেপ্টেম্বর ১৯৩৫ (বুধবার,
১ আশ্বিন ১৩৪২)]
- এইচএমভি। রেকর্ড নাটক 'ভ্যাবাকান্ত' [এপ্রিল ১৯৩৬ (চৈত্র
১৩৪৩-বৈশাখ ১৩৪৪)। নম্বর: এন ৯৭১০। শিল্পী:
বিমল গুপ্ত। চরিত্র: ওস্তাদ]