বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম:
লেংচে কেন চলছি আমি
জামায় কেন কাদা
লেংচে কেন চলছি আমি
জামায় কেন কাদা
দুঃখের সে কাহিনী মোর না-ই শুনিলে দাদা॥
কলকাতাতে পায়ে হেঁটে জো আছে কি চলার
পা দিয়েছি যেই রাস্তায় সামনে দেখি রোলার।
ফুটপাতে যেই উঠতে গেছি হায় একি উৎপাত,
কলার খোলায় পা হড়কে পড়লাম চিৎপাত
খিলখিলিয়ে উঠল হেসে পাশে সব হাঁদা॥
যেই উঠেছি সামনে দেখি মস্ত মোটর গাড়ি
কাছা খোলা অবস্থাতেই ছুটনু তাড়াতাড়ি॥
যেমনি দুপা এগিয়ে গেছি অমনি মোটর বাস;
ধাক্কা মেরে ফাঁসিয়ে দিল আমার ধুতির ফাঁস॥
রগ ঘেঁশে এক ছুট ফিটন লাগল চোখে ধাঁধাঁ॥
হকচকিয়ে মোড় ঘুরতেই ধাক্কা খেলাম ট্রামে
ট্রামের পাশে লরি ছুটে (যেন) রাধা শ্যামের বামে।
এদিক পানে ভয়সা গাড়ি বাইসিকেলে একশা
(দাদা) যাক গে ধুতি প্রাণ পেয়েছি ধুতি রেখে বাঁধা॥
-
রচনাকাল ও স্থান: ১৯৩৫ খ্রিষ্টাব্দের ২৪ জানুয়ারি (বৃহস্পতিবার ১০ মাঘ ১৩৪১) টুইন রেকর্ডে কোম্পানির সাথে
নজরুলে একটি চুক্তি হয়। এই চুক্তিতে গানটি ছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ৮ মাস
- গ্রন্থ:
নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫।
জুন ২০১৮। গান ২৪৩১ । পৃষ্ঠা ৭৫০-৭৫১ ]
- রেকর্ড:
- ১৯৩৫ খ্রিষ্টাব্দের ২৪ জানুয়ারি (বৃহস্পতিবার ১০ মাঘ ১৩৪১) টুইন রেকর্ডে কোম্পানির সাথে
নজরুলে একটি চুক্তি হয়। এই চুক্তিতে গানটি ছিল।
- টুইন। মে ১৯৩৫
(বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪২)। এফটি ৩৭৯১। হরিদাস বন্দ্যোপাধ্যায়