বিষয়: নজরুলসঙ্গীত
শিরোনাম: 
সাহেব কহেন,     'চমৎকার! সে চমৎকার!'
	
	
		
			        'সাহেব ও মো সাহেব'
			
 
সাহেব কহেন,     'চমৎকার! সে চমৎকার!'
 
মোহাহেব বলে,    'চমৎকার! সে হতেই হবে যে! হুজুরের মতে অমত কার?
 
সাহেব কহেন,     'কী চমৎকার, বলতেই দাও আহা হা।'
 
মোসাহেব বরে,    'হুজুরের কথা, শুনেই বুঝেছি বাহাহা, বাহাহা, বাহাহা!'
 
সাহেব কহেন,     'কথাটা কি জান? সেদিন
 
মোসাহেব বলে,    'জানি না আবার? ঐ যে, কি বলে, যেদিন-'
 
সাহেব কহেন,     'সেদিন বিকেলে বৃষ্টিটা ছিল স্বল্প।'
 
মোসাহেব বলে,   'আহা শুনেছ? কি বা অপরূপ গল্প!'
 
সাহেব কহেন,     'আরে ম'লো! আগে বলতেই দাও গোড়াটা!'
 
মোসাহেব বলে,   'আহা-হা গোড়াটা! হুজুরের গোড়া এই, চুপ চুপ ছোঁড়াটা!
 
সাহেব কহেন,     কি বলছিলাম, গোলমালে গেল গুলায়ে।'
 
মোসাহেব বলে,   'হুজুরের মাথ! গুলাতেই হবে! দিব কি হস্ত বুলায়ে?'
 
সাহেব কহেন,     'শোনো না!সেদিন সূয উঠেছে সকালে!'
 
মোসাহেব বলে,   'সকালে সূয আমরা কিন্তু দেখি না কাঁদিলে কোঁকালে!'
 
সাহেব কহেন,     'ভাবিলাম যাই, আসি খানিকটা বেড়ায়ে।'
 
মোসাহেব বলে,   'অমন সকাল! যাবে কোথা বাবা, হুজুরের চোখ এড়ায়ে!'
 
সাহেব কহেন,     'হ'ল না বেড়ানো, ঘরেই রহিনু বসিয়া!'
 
মোসাহেব বলে,   'আগেই বলেছি! হুজুর কি চাষা, বেড়াবেন হাল চষিয়া?'
 
			মোসাহেব বলে,   'এই চুপ সব! হুজুর ঝিমান্ পাখ্ কর, ডাক নিমাই 
			এ'
 
সাহেব কহেন,     'ঝিমাইনি, কই এই ত জেগেই রয়েছি!'
 
মোসাহেব বলে,   'হুজুর জেগেই রয়েছেন, তা আগেই সবারে কয়েছি!'
 
সাহেব কহেন,     'জাগিয়া দেখিনু, জুটিয়াছে যত হনুমান আর অপদেব!'
 
			'হুজুরের চোখ, যাবে কোথা বাবা?' প্রণমিয়া কয় মোসাহেব॥
	
	
	
	
	- রচনাকাল: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু 
	জানা যায় না। ১৯৩১ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর (আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ) মাসে প্রকাশিত 
'চন্দ্রবিন্দু' সঙ্গীত-সংকলনে গানটি প্রথম অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩২ বৎসর ৪ মাস।
 
- গ্রন্থ:
		- 
		চন্দ্রবিন্দু
			- প্রথম সংস্করণ [সেপ্টেম্বর ১৯৩১, আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ।]
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, চতুর্থ খণ্ড [জ্যৈষ্ঠ ১৪১৮, মে ২০১১। 
চন্দ্রবিন্দু। কমিক গান। শিরোনাম: সাহেব ও মোসাহেব। পৃষ্ঠা: ২০৭-২০৯]