বিষয়: নজরুলসঙ্গীত।
শিরোনাম: আজ বন-উপবন্ মে চঞ্চল মেরে মানমে।
	
আজ বন-উপবন্ মে চঞ্চল মেরে মানমে।
মোহন মুরলীধারী কুঞ্জ কুঞ্জ ফিরে শ্যাম॥
সুনো মোহন নূপুর গুঞ্জত হ্যয়-
বাজে মুরলী বোলে রাধা নাম কুঞ্জ কুঞ্জ ফিরে শ্যাম॥
বোলে বাঁশরি আও শ্যাম-পিয়ারি,
ঢুঁড়ত হায় শ্যাম-বিহারী,
বনমালা সব চঞ্চল ওড়াওয়ে অঞ্চল-
কোয়েল সখি গাওয়ে সাথ গুণধাম কুঞ্জ কুঞ্জ শ্যাম॥
ফুলকলি ভোলে ঘুঁঘট খোলে
পিয়াকে মিলনকি প্রেমকি বোলি বোলে,
পবন পিয়া লেকে সুন্দর সৌরভ-
		
হাঁসত যমুনা সখি দিবস-যাম কুঞ্জ কুঞ্জ ফিরে শ্যাম॥
	
- রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে 
		কিছু জানা যায় না।  ১৯৩৭ খ্রিষ্টাব্দের জুলাই (আষাঢ়-শ্রাবণ 
		১৩৪৪) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটির 
		প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৮ বৎসর ১ মাস। 
 
- গ্রন্থ:
	- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২১৬২। পৃষ্ঠা: 
	৬৫০]
 
- রেকর্ড:
	- এইচএমভি  [জুলাই ১৯৩৭ (আষাঢ়-শ্রাবণ ১৩৪৪)।  এন ৯৯২৭। কুমারী আভা সরকার
- ১৯৩৭ খ্রিষ্টাব্দের ১৫ জুলাই (বৃহস্পতিবার, ৩১ আষাঢ় ১৩৪৪) 
এইচএমভি রেকর্ড কোম্পানির সাথে নজরুলের চুক্তি হয়েছিল। এই চুক্তিপত্রে এই গানটি 
তালিকাভুক্ত করা হয়েছিল। 
 
- সুরকার: কাজী নজরুল ইসলাম
 
- স্বরলিপি ও স্বরলিপিকার:
আহসান 
মুর্শেদ 
[নজরুল সঙ্গীত স্বরলিপি, 
পঁয়তাল্লিশতম খণ্ড, কবি নজরুল ইসলাম 
ইনস্টিটিউট। জুন ২০১৮] গান সংখ্যা ১। পৃষ্ঠা: 
১৭-১৯ 
	[নমুনা]
 
- পর্যায়:
	- বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত [সনাতন হিন্দু ধর্ম, বৈষ্ণব। হিন্দি গান]
- সুরাঙ্গ: ভজন