বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: এয়সন গড়বড় ঝালে ওয়ানা
এয়সন গড়বড় ঝালে ওয়ানা
বাজ রহে জোরু ও শালা
ভাগা যা হে হাকুয়া হাকুয়া
ছুটলি জরু কে অন্ঘট সে
রাম বাচাইলয় ই থট্পট্ সে ॥
- রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৭
খ্রিষ্টাব্দের ১৫ জুলাই (বৃহস্পতিবার, ৩১ আষাঢ় ১৩৪৪) এইচএমভি রেকর্ড কোম্পানির
সাথে নজরুলের চুক্তি হয়েছিল। এই চুক্তিপত্রে এই গানটি তালিকাভুক্ত করা হয়েছিল।
এই সময় নজরুলের বয়স ছিল ৩৮ বৎসর ১ মাস।
- রেকর্ড: ১৯৩৭ খ্রিষ্টাব্দের ১৫ জুলাই (বৃহস্পতিবার, ৩১ আষাঢ় ১৩৪৪)
এইচএমভি রেকর্ড কোম্পানির সাথে নজরুলের চুক্তি হয়েছিল। এই চুক্তিপত্রে এই গানটি
তালিকাভুক্ত করা হয়েছিল।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ,[নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮।
ফেব্রুয়ারি ২০১২। সংখ্যা ২৪৪৬]