বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: কৃষ্ণ কানাইয়া আয়ো মনমে
কৃষ্ণ কানাইয়া আয়ো মনমে মোহন মুরলী বাজাও।
কান্তি অনুপম নীল পদ্মসম সুন্দর রূপ দিখাও॥
শুনাও সুমধুর নূপুর গুঞ্জন
‘রাধা, রাধা’ ক্যরি ফির ফির বন্বন্,
প্রেম-কঞ্জমে ফুলসেজ্ পর্ মোহন রাস্ রচাও॥
রাধা নাম লিখে অঙ্গ-অঙ্গমে,
বৃ্ন্দাবন মে ফিরো গোপী-সঙ্গমে,
পহরো গলে বনফুল কি মালা প্রেমকা গতী শুনাও॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৭
খ্রিষ্টাব্দের অক্টোবর (আশ্বিন-কার্তিক ১৩৪৪) মাসে, এইচএমভি
রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। সময় নজরুলের বয়স ছিল
৩৮ বৎসর ৪ মাস।
- গ্রন্থ:
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান
২৪৪৯। পৃষ্ঠা ৭৫৭]
- রেকর্ড
- এইচএমভি [অক্টোবর ১৯৩৭ (আশ্বিন-কার্তিক ১৩৪৪)। এন ৯৯৬৪। শিল্পী:
গিরীন চক্রবর্তী]