বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: তুম প্রেমকে হো ঘনশ্যাম মেয় প্রেম কি
তুম প্রেমকে হো ঘনশ্যাম মেয় প্রেম কি
শ্যাম-প্যারী।
প্রেমকা গান তুমহারে দান মেয় হুঁ প্রেম-ভিখারি॥
হুদয় বিচমে যমুনা তীর
তুমহরি মুরলী বাজে ধীর,
নয়ন রীর কি বহত যমুনা প্রেম সে মাতোয়ারী॥
যুগ যুগ হোয়ে তুমহরি লীলা মেরে হৃদয় বনমে,
তুমহরে সুন্দর-মন্দির মোহন মোহত মেরে মনমে।
প্রেম-নদী নীর নিত বহি যায়
তুমহরে চরণ কো কবহুঁ না পায়,
রোয়ে শ্যাম-প্যারী সাথ ব্রিজনারী আও মুরলীধারী॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৭ খ্রিষ্টাব্দের জুলাই
(আষাঢ়-শ্রাবণ ১৩৪৪)
মাসে, এইচএমভি
রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৮ বৎসর ১ মাস।
- গ্রন্থ:
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা
২৬৬৮। পৃষ্ঠা: ৭৬২]
- রেকর্ড:
- এইচএমভি।
[জুলাই
১৩৩৭ (আষাঢ়-শ্রাবণ ১৩৪৪)।
এন ৯৯২৮। মড কস্টেলো