বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: দেখোরি মেরো গোপাল ধরো হ্যায় নবীন নট
দেখোরি মেরো গোপাল ধরো হ্যায় নবীন নট
কি সাজ।
(দেখো’ সব) রুনক ঝুনক নূপুর বাজে উন্কে চরণোঁ পর
আজ॥
লচক লচক চলতে মোহন
নাচন্ত মুকুট শিশ উন্ সন
(দেখো সব) পোপ গোপীন সব আনন্দ মগন চাঁদ পারত লাজ॥
সুন্দর মোহন রূপ নেহারী চাঁদ পারত লাজ,
নির্মল নীল অম্বর অওর ছান ছান অ্যমিয়া সাগর
কওন বচো হ্যায় কৃষ্ণ কুঙর গিরধর নটরাজ –
নাচত যত তিন লোক বিসরত কাজ॥
- রচনাকাল ও স্থান: গানটির
রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৮ খ্রিষ্টাব্দের এপ্রিল
(চৈত্র ১৩৪৪-বৈশাখ ১৩৪৫) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। সম্ভবত এই রেকর্ডটি প্রকাশের কিছু আগে গানটি রচিত হয়েছিল। এই
সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৮ বৎসর ১০ মাস রচিত হয়েছিল।
- গ্রন্থ:
নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান
২৪৭১। পৃষ্ঠা ৭৬৩]
- রেকর্ড: এইচএমভি [এপ্রিল ১৯৩৮ (চৈত্র ১৩৪৪-বৈশাখ ১৩৪৫)। এফটি ১৭০৬৮। শিল্পী:
শ্রীমতি বীণাপাণি। সুর: নজরুল ইসলাম]