বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: নাচে যশোদাকে আঙনামে শিশু গোপাল
নাচে যশোদাকে আঙনামে শিশু গোপাল।
চরণনমে মধুর ধুন ঝাঁঝন তাল॥
অধীর ভ্যয়ে ধীর পবন
কাঁপন লাগে থির গগন,
অরুণ-অনুরাগ সে ভ্যয়ে নভো-লোচন লাল॥
নাচত মহাকাল মেঘ কি জটাজুট খোলে,
বাউরি ধ্বনি ভোলে ত্রিলোক ব্রহ্মা ধ্যান ভোলে।
বহে উজান যমুনাবারি
নাচন লাগি বৃজ-কুমারী,
নাচে ইন্দ্র, চন্দ্র রবি ব্যনকে গোয়াল॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে
কিছু জানা যায় না। ১৯৩৮ খ্রিষ্টাব্দের এপ্রিল (চৈত্র ১৩৪৪-বৈশাখ ১৩৪৫) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। এই
সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৮ বৎসর ১০ মাস রচিত হয়েছিল।
- গ্রন্থ:
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান
২৪৭৩। পৃষ্ঠা ৭৬৩]
- রেকর্ড: এইচএমভি [এপ্রিল ১৯৩৮ (চৈত্র ১৩৪৪-বৈশাখ ১৩৪৫)। এন ১৭০৬৮। শিল্পী:
বীণাপাণি দেবী। সুর: নজরুল ইসলাম]