বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: পল্লু ছোড়ো সজন ঘর যানা রে
পাল্লু ছোড়ো সজন ঘর যানা রে
জরা নয়নো সে নয়না বিতানা রে।
মাটি পড়ে সরাবো সে পিনেস গগরিয়া
সুবাহ হো গায়ি করুকা বাহানা রে॥
বড়া পেয়ার হ্যায় তুমসে পলঘট আনে কা
জরা ধীরে সে বীন বাজানা রে॥
সাড়ি তেরি হ্যায় পল রঙ্গীন আঁখিয়া টুটেগা
জরা সিনে সে আঁচল হটানা রে॥