বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: মেরে তন্কে তুম অধিকারী ও পিতাম্বরধারী।
মেরে তন্কে তুম অধিকারী ও পিতাম্বরধারী।
অঞ্জলি ম্যায় দে চুকি হুঁ (উন) চারন্য পে বনওয়ারী॥
যতন এ তন্কা কর্তি হুঁ মায়
সোলাহ্ সিঙ্গার রচিত হুঁ ম্যায়,
তুমহারি বস্তু ও মনোহর করতিহুঁ ব্যখওয়ারী॥
তুমহারে খাত্যর সাজাউঁয়ো তন
পহরুঁ মোহন কঙ্কণ ভূষণ,
বন্ বন্ লিতি সাথ তুমহারে গোপীজন-মন্হারী॥
মোহন বন্শী শুনতি হুঁ ম্যয়
নূপুর গুঞ্জন গিন্তি হু ম্যয়,
তুমহারে খাতের য্যমনা তটকো (ব্যনব্যন) আতি সব ব্রিজনারী॥
-
রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৮ খ্রিষ্টাব্দের জানুয়ারি (পৌষ-মাঘ ১৩৪৪) মাসে, এইচএমভি
পারুল সেনের কণ্ঠে গানটির প্রথম রেকর্ড করেছিল। এই সময় নজরুলের বয়স ৩৮ বৎসর ছিল ৭ মাস।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা
২৪৮৪। পৃষ্ঠা:
৭৬৬]
- রেকর্ড: এইচএমভি [জানুয়ারি ১৯৩৮ (পৌষ-মাঘ ১৩৪৪)। এন ১৭০২৩। শিল্পী:
পারুল সেন। সুর: নজরুল ইসলাম]