বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: মেরে বেটে কি খালা – বিবি ঝাঁপ ঝপক ঝালা।
মেরে বেটে কি খালা – বিবি ঝাঁপ ঝপক ঝালা।
খুব উস্কো দেখা ভালা, ঢং উস্কো হে নিরালা॥
উসকি আঁখ বড়ি রসিলি
উসকি সুরত হেয় আল্বেলি,
হেয় বড়ি নবেলি, বাকি বদন হেয় এক ঘোটালা॥
খাতি পান মে হাঁ উয়ো জর্দা
উস্কা চেহারা মর্দা মর্দা,
কলহু কা জেয়সা বর্ধা, মেয় উস্কা হি মাতওয়ালা॥
শালিকো মোলকে জানা
বিবি পন্দর আনা,
উস্কো দিয়া জব্ এক আনা, লায়ে কর্কে পুরিয়া তানা;
বিবি হুয়ি উয়ো ষোলো আনা বোলো ভাইয়া ক্যা বলো?
সোতি রাত্ মে জাগা, আজ্ জিট্ জপট্ জে ঠগা
উস্কো রেল মে লেকে ভাগা, গোয়া লে মে ফাঁসি ডালা॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু
জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের জুলাই (আষাঢ়-শ্রাবণ ১৩৪৩)
মাসে, এইচএমভি
রেকর্ড কোম্পানি রঞ্জিৎ রায়ের কণ্ঠে এই গানটি ধারণ করেছিল। পরে তা বাতিল হয়ে যায়। এই সময় নজরুলের বয়স ছিল
৩৭ বৎসর ১ মাস।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ
(নজরুল ইন্সটিটিউট, মাঘ, ১৪১৭/ফেব্রুয়ারি, ২০১৪)। গান সংখ্য
২৪৮৫। পৃষ্ঠা:
৭৬৬-৭৬৭।
- রেকর্ড: এইচএমভি [জুলাই ১৯৩৬ (আষাঢ়-শ্রাবণ ১৩৪৩)]। শিল্পী: রঞ্জিৎ রায়। রেকর্ডটি পরে
বাতিল হয়ে যায়।