বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: মেরে মন মন্দিরমে শুন

মেরে মন মন্দিরমে শুনো সখিরি শোওত হায় গিরধারী।
জাগ্ জাগ কর প্রেম হামারা প্যহরা দেও দ্বারী॥
ছাতিপে মেরে কৃষ্ণ শোওত হায় ভক্তি চাঁওর ঢুরাওয়ে
উন্কে শিরাহনে দীপগ মোরি আঁখিয়া,
প্রীতি দায় দাসী হামারি॥
চোরি চোরি শাস ননদ মোরা দেখ রহি হ্যঁয় নেম।
উনকা ড্যর মোহে কুছওয়ানা না লাগে,
জাগত হায় মোরা প্রেম॥
আধি রাত যব জাগে বিহারী
ধ্যারি হ্যঁয় হাথ কৃষ্ণ মুরারী,
ধ্যান ধ্যরে অব ইয়ে প্রাণ মেরা য্যয়সে রাধাপারী॥