বিষয়: নজরুলসঙ্গীত
শিরোনাম:সাদি কি হাঁ মুছন্দর মে যব নেকালি রাহ
['দু'পেয়ে জীব ছিল গদাই' গানটির হিন্দি অনুবাদ]
সাদি কি হাঁ মুছন্দর মে যব নেকালি রাহ।
পড়ক ধকড় কর উস্কা সব নে কর দিয়া আখের বিয়াহ॥
যব তক কোঁয়ারা থা বেচারা মস্ত মগন বহতা
হাল্কা হাল্কা পাঁও লিয়ে দো, খেলতা কদতা উড়তা,
করকে মুছন্দর ব্যাহ
ভারি প য়রোওকো উড়নে মে করতে দেখা ভয়হ,
এ্যাডিশনাল দো পায়র লটক্তে পিছে চলে হামরাহ।
পয়র মুছন্দর কা দো মোটা, বিবিকা সুখমারু,
ছোটে বড়ে দো জোড়ে পায়র, ঠিক ক্যাঙারু।
এ্যায়সি তরক্কি কর হোতি হেয়, বোলো ঘর কি শালি
দু-চার প্যায়র বঢ়তে জাতে ইগ্গা বহত্তে মাহ॥
বহু শুনেনা কহনা, কহে গোস্সা হো কর অচ্ছা
ঝম্মা ঝম্মি লাতি জায়, হর্দম বাচ্চি বাচ্চা,
চার পাইয়া কা ইন্সাঁ দেখো, হুয়ে ছ পয়রী মক্ষি,
আট পায়র কি চিঁওটি বন্ কর ভুলা মুছন্দর খিক্ষি।
আখের পাগল হ্যায় মুছন্দর
তাখা যব যো ঢণঢ্ কমণ্ডর্
উয়ো থে বন্দর য়ো কলন্দর
বোলা ক্যায়সে শাদী করকে হো চেঁ চেঁ মে নিবাহ॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু
জানা যায় নি। ১৯৩৬ খ্রিষ্টাব্দের জুলাই (আষাঢ়-শ্রাবণ ১৩৪৩)
মাসে, এইচএমভি
রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড করেছিল। এই
সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ১ মাস।
-
গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা
২৪৯১। পৃষ্ঠা: ৭৬৮]
- রেকর্ড:
এইচএমভি [জুলাই ১৯৩৬ (আষাঢ়-শ্রাবণ ১৩৪৩)। শিল্পী:
রঞ্জিত রায়। শিরোনাম: দো
পাইয়া জীউ। হাসির গান। ]