বিষয়: নজরুলসঙ্গীত।
শিরোনাম: আর কিছু ত’ জানি না মা
আর কিছু ত’ জানি না মা ঐ চরণে শরণ দে মা।
(আমি) জানি শুধু তুই মা আমার আপন জনে চায়না কে মা॥
রজনী আঁধার হলে
রাখিস মা ফের চরণ তলে,
দেখিস্ যেন অবোধ শিশু বেঘোরে প্রাণ হারায় না মা॥

সারা দিনের খেলায় শেষে
ফিরবো যখন মলিন বেশে,
(ফিরবো যখন কেঁদে হেসে)
আদর ক’রে কোলে নিতে তুই ছাড়া বল্ আছে কে মা॥