বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম: অশ্রু বদল করেছিনু মোরা গিয়াছ ভুলে
রাগ: যোগিয়া, তাল: দাদরা।
অশ্রু বদল করেছিনু মোরা গিয়াছ ভুলে।
স্বপন-মদির ঘুমতী নদীর নিরালা কূলে॥
জানে রবি শশী কোটি গ্রহতারা
বনের বিহগ নদী জলধারা,
পূজেছিলে মোরে দেবতা বলিয়া কুসুম তুলে॥
বিসর্জনের প্রতিমার সমকালের স্রোতে,
তোমারে ভাসায়ে ঘুরিয়া বেড়াই বাহির পথে।
(আজি) নন্দন-লোকে তুমি ইন্দ্রাণী
চিনিতে আমায় পরিবে না জানি,
শুকায়েছে ফুল পূজার পাষাণ-বেদী-মূলে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায়
না। গানটি পাওয়া যায়
নজরুলের হারানো গানের খাতায় সংগৃহীত পাণ্ডুলিপিতে।
নজরুলের সুস্থাবস্থায় এই গানটি কোথাও প্রকাশিত হয় নি।
- গ্রন্থ:
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি
২৫২৭। গান সংখ্যা ১০১৪। পৃষ্ঠা: ৭৭৮]