বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: একলা জাগি তোমার বিদায়-বেলার ব্যথা ল’য়ে
একলা জাগি তোমার বিদায়-বেলার ব্যথা ল’য়ে।
হাওয়ার বাণী কাঁদে বুকে ফিরে-আসা হয়ে॥
কে জানিত তোমার তরে
কাঁদবে পরান এমন ক’রে,
রইব প’ড়ে ধূলার ’পরে বিপুল পরাজয়ে॥
ভালোবাসায় ভালোবেসে রাখতে যে হয় বেঁধে,
তুমি চ’লে যাওয়ার পরে শিখেছি তাই কেঁদে।
না চাহিতে পেয়ে তোমায়
অবহেলা করেছি হায়,
ফিরে এসো, বাঁধব এবার নতুন পরিচয়ে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দে ১৮ সেপ্টেম্বর (মঙ্গলবার,
১ আশ্বিন ১৩৪১ বঙ্গাব্দ), এইচএমভি
রেকর্ড কোম্পানির সাথে কয়েকটি গান প্রকাশের জন্য নজরুলের একটি চুক্তি হয়। এই
চুক্তিপত্রে এই গানটির উল্লেখ ছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৬ বৎসর ৪ মাস।
-
রেকর্ড: এইচএমভির
সাথে চুক্তিপত্র। [১৮ সেপ্টেম্বর ১৯৩৫ (বুধবার,১ আশ্বিন ১৩৪২)