বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: এসো আনন্দ-সুন্দর ঘনশ্যাম
এসো আনন্দ-সুন্দর ঘনশ্যাম!
তব লীলানিকেতন হোক মম হিয়া-ব্রজধাম॥
মম ভক্তি প্রীতির মালা-চন্দন
আজি তোমারে দিব হে চিত-নন্দন,
মম জীবন-মরণ নাচে তব পায়ে, অনুপম॥
মম প্রাণে-মনে শুনি শুধু তোমারি বাঁশি,
ওগো ধীর নাহি ধরে ম মন-পিয়াসি!
মম মনের দেউলে, হে লীলা-কিশোর
রচি’ পূজার বেদী হয়ে প্রেম-বিভোর,
এসো যুগল-নয়নে মম, ওগো নয়নাভিরাম॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা
যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের ডিসেম্বর (অগ্রহায়ণ-পৌষ ১৩৪৭) মাসে, টুইন রেকর্ড
কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪১
বৎসর ৬ মাস।
- গ্রন্থ:
নজরুল-সঙ্গীত
সংগ্রহ,[নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২। সংখ্যা ২৫৩২। পৃষ্ঠা:
৭৮০]
- রেকর্ড: টুইন [ডিসেম্বর ১৯৪০ (অগ্রহায়ণ-পৌষ ১৩৪৭)। এফটি ১৩৪৯০। শিল্পী:
জয়ন্তী বসু