বিষয়: নজরুল সঙ্গীত।
গান সংখ্যা: ২৫৩৯
শিরোনাম: কার বাঁশরি
বাজে বেণুকুঞ্জে উদাস সুরে
পাঠ ও পাঠভেদ:
কার বাঁশরি
বাজে বেণুকুঞ্জে উদাস সুরে।
সেই সুরে গো মন উড়ে যায় দূর সুদূরে॥
নাচে সে-সুরে কুরঙ্গ
হয় ধ্যানীর ধ্যান ভঙ্গ,
চাহে প্রাণ তারি সঙ্গ হৃদি জড়ায় তারি নূপুরে॥
সেই সুর-অনুরাগে
নভে তরুণ তপন জাগে,
নীপ-শাখে দোলা লাগে সখি এনে দে সেই বঁধুরে॥
- ভাবসন্ধান:
- পাঠভেদ:
-
তথ্যানুসন্ধান:
- ক. রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
সওগাত পত্রিকার মাঘ ১৩৩৬ সংখ্যায়
(জানুয়ারি-ফেব্রুয়ারি ১৯৩০)
এই গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩০ বৎসর ১০ মাস।
[ নজরুলের
৩০
বৎসর অতিক্রান্ত বয়সের গানের তালিকা]
- খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ:
- নজরুল-সঙ্গীত সংগ্রহ, [নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮।
ফেব্রুয়ারি ২০১২ খ্রিষ্টাব্দ। ২৫৩৯ সংখ্যক গান।
পৃষ্ঠা: ৭৮২।
-
নজরুলের হারানো গানের খাতা [নজরুল ইনস্টিটিউট, ঢাকা। আষাঢ় ১৪০৪/জুন ১৯৯৭।
গান সংখ্যা ১২৭। নাচ। পৃষ্ঠা:
১৫৪]
পত্রিকা:
- সওগাত [মাঘ
১৩৩৬ (জানুয়ারি-ফেব্রুয়ারি ১৯৩০)।