বিষয়: নজরুলসঙ্গীত।
শিরোনাম:
আয় লো আয় লো লগন যায় লো
 

আয় লো আয় লো লগন যায় লো
খেলিবি যদি হোরি।
হরষিত মনে হরিৎ কাননে
হরি উঠেছে ভরি।

আগুন রাঙা ফাগুন লাল
রঙিন অশোক গালে দেয় গাল
জোছনা আঁচল করিল বিভোল
লাগে যেন লাল জরি॥