বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: লক্ষ্মী মাগো নারায়ণী আয় এ আঙিনাত
লক্ষ্মী মাগো নারায়ণী আয় এ আঙিনাতে।
সুধার পাত্র সোনার ঝাঁপি ল'য়ে শুভ হাতে॥
সৌভাগ্যদায়িনী তুই মা এসে
দারিদ্র্য ক্লেশ নাশ কর মা হেসে
কোজাগরী পূর্ণিমা আন মা দুঃখের আঁধার রাতে॥
আন্ কল্যাণ শান্তি শ্রী, জননী কমলা,
এ অভাবের সংসারে থাক মা হয়ে অচঞ্চলা।
রূপ দে মা যশ দে, দে জয়,
অভয় পদে দে মা আশ্রয়,
ধরা ভরবে শস্যে ফুলে ফলে মা তোর আসার সাথে॥
- রচনাকাল ও স্থান: ১৯৩৮ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি (মাঘ-ফাল্গুন
১৩৪৪) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটির
প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৮ বৎসর ৮ মাস।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)।
৩০১৪ সংখ্যক গান। পৃষ্ঠা: ৯২৩।
- রেকর্ড: এইচএমভি [ফেব্রুয়ারি ১৯৩৮ (মাঘ-ফাল্গুন ১৩৪৪)]। এন ১৭০৪৫। শিল্পী:
রেণুকা সিংহ ও লতিকা মিত্র।
- সুরকার: সত্যেন চক্রবর্তী
- স্বরলিপিকার ও স্বরলিপি:
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ভক্তি [সনাতন ধর্ম, লক্ষ্মী বন্দনা]
- সুরাঙ্গ:
স্বকীয় বৈশিষ্ট্যের সুর
- তাল:
কাহারবা
- গ্রহস্বর: ধা