বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: লীলা রসিক শ্রীকৃষ্ণ লীলার আদি অন্ত কে পায়
লীলা রসিক শ্রীকৃষ্ণ লীলার আদি অন্ত কে পায়।
কোটীরূপে অনন্ত-অরূপ সে খেলিয়া বেড়ায়॥
কভু বিষ্ণু স্বয়ং গোলক-বিহারী কভু গোপী সখা কাননচারী,
কভু মুরলীধারী কভু মুরারি কভু রাধা মাধব কভু কুব্জারে চায়॥
নিপট কপট কভু শঠ ননীচোর, কভু কংস-অরি কভু নওল কিশোর
কভু বনের রাখাল, কভু ভয়াল করাল
কভু গীতা উদ্গাতা কভু রাজা দ্বারকার, তার আদি অন্ত কে পায়॥
-
রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৪ খ্রিষ্টাব্দের ডিসেম্বর মাসে (অগ্রহায়ণ-পৌষ ১৩৪১) টুইন রেকর্ড কোম্পানি থেকে গানটির রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর
৬ মাস।
- গ্রন্থ:
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা
৩০১৬। ভজন। পৃষ্ঠা:
৯২৩]
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। অষ্টম খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা।
জ্যৈষ্ঠ ১৪২২, মে ২০১৫।
অগ্রন্থিত
গান ৬। পৃষ্ঠা: ৭৮-৭৯
- রেকর্ড:
- টুইন। [ডিসেম্বর
১৯৩৪ (অগ্রহায়ণ-পৌষ ১৩৪১)। রেকর্ড নাটিকা কৃষ্ণ সখা সুদামা। নাট্যকার: যোগেশ চৌধুরী।
এফটি ৩৬৬৫।
চরিত্র: যোগমায়া]