বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: সদা হরিরস-মদিরায় মাতাল যে জন
সদা হরিরস-মদিরায় মাতাল যে জন
আমি শিরে ধরি তার মদ অলস চরণ॥
            যে কলঙ্কিনী নারী
            আপন পতিরে ছাড়ি
শ্রীহরিরে পতিরূপ করেছে বরণ
তার কলঙ্ক-কালি মোর গোপী চন্দন॥
যে গুহকে কোল যেন আপনি শ্রীরাম
সেই চণ্ডালের পায়ে আমার প্রণাম।
            উৎপীড়নের ছলে
            যে অসুর কৌশলে
ধরিয়াছে শিরে শ্রীহরির শ্রীচরণ
আমি যাচি সেই গয়াসুরের স্মরণ॥