বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম:
সদা হরিরস-মদিরায় মাতাল যে জন
সদা হরিরস-মদিরায় মাতাল যে জন
আমি শিরে ধরি তার মদ অলস চরণ॥
যে কলঙ্কিনী নারী
আপন পতিরে ছাড়ি
শ্রীহরিরে পতিরূপ করেছে বরণ
তার কলঙ্ক-কালি মোর গোপী চন্দন॥
যে গুহকে কোল যেন আপনি শ্রীরাম
সেই চণ্ডালের পায়ে আমার প্রণাম।
উৎপীড়নের ছলে
যে অসুর কৌশলে
ধরিয়াছে শিরে শ্রীহরির শ্রীচরণ
আমি যাচি সেই গয়াসুরের স্মরণ॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। প্রবর্তক পত্রিকার চৈত্র ১৩৪৩ (মার্চ-এপ্রিল ১৯৩৭)
সংখ্যায় গানটি প্রথম প্রকাশিত হয়। এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ১০ মাস।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা
৩০৪৫। পৃষ্ঠা: ৯৩২ ]
- পত্রিকা: প্রবর্তক [চৈত্র ১৩৪৩ (মার্চ-এপ্রিল ১৯৩৭)]