বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম:
তোমারি আশায় সব সুখ ছাড়িনু
তাল:
কাহারবা
তোমারি আশায় সব সুখ ছাড়িনু
আর কেন রাখ প্রভু দূরে।
তুমি ছেড়ো না মোরে মোর গিরিধারী
বাঁধো মোরে চরণ-নূপুরে॥
বিরহ বেদনা মোর জ্বলে হৃদিকন্দরে
মুছাইয়া দাও আঁখিলোর।
তব চিত্তে মিলায় আজি চিত্ত হে মম
অঙ্গে মিলাও তব অঙ্গ পীতম।
জনমে জনমে মীরা তোমারি দাসী
হৃদি-বৃন্দাবনে নিতি ঝুরে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু
জানা যায় না। ১৯৪১ খ্রিষ্টাব্দের জানু্য়ারি (পৌষ-মাঘ ১৩৪৬)
মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪১ বৎসর ৭ মাস।
- গ্রন্থ:
- নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি
২০১২)। ৩০৬০ সংখ্যক গান।
তাল: কাহারবা। পৃষ্ঠা: ৯৩৭।
- রেকর্ড:
- এইচএমভি [জানুয়ারি ১৯৪১
(পৌষ-মাঘ ১৩৪৭)। এন ২৭০৭৬। শিল্পী: হরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়