বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম:
শ্রীকৃষ্ণ নাম জপ অবিরাম থির
হও অধীর চিত্ত ওরে
শ্রীকৃষ্ণ নাম জপ অবিরাম থির
হও অধীর চিত্ত ওরে।
হরে কৃষ্ণ হরে, হরে কৃষ্ণ হরে, হরে কৃষ্ণ
হরে, হরে কৃষ্ণ হরে॥
পদ্মপত্রে নীর সম চঞ্চল
যাঁহার মায়ায় চিত টলে টলমল,
তাঁহারি শরণ নে রে, প্রাণ ভরে ডাক তাঁরি
নাম ধ’রে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩৭ খ্রিষ্টাব্দের
ডিসেম্বর (অগ্রহায়ণ-পৌষ ১৩৪৪) এইচএমভি রেকর্ড কোম্পানি 'বিল্বমঙ্গল' একটি
রেকর্ড নাটক প্রকাশ করেছিল। এই নাটকে গানটি অন্তর্ভুক্ত হয়ে
প্রকাশিত হয়েছিল।
এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৮ বৎসর ৬ মাস।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইন্সটিটিউট, মাঘ ১৪১৭, ফেব্রুয়ারি ২০১১)।
৩০৬৩ সংখ্যক গান। পৃষ্ঠা: ৯৩৮]
- রেকর্ড: এইচএমভি [ডিসেম্বর ১৯৩৭ (অগ্রহায়ণ-পৌষ ১৩৪৪)। এন ৯৯৮২।
রেকর্ড নাটক (বিল্বমঙ্গল)। নাট্যকার: গিরিশচন্দ্র ঘোষ। চরিত্র: বিল্বমঙ্গল। শিল্পী: মৃণালকান্তি ঘোষ। সুর: নজরুল ইসলাম]