বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: পদ্মা-মেঘনা-বুড়িগঙ্গা-বিধৌত পূর্ব দিগন্তে
পদ্মা-মেঘনা-বুড়িগঙ্গা-বিধৌত পূর্ব দিগন্তে।
তরুণ-অরুণ-বীণা বাজে তিমির বিভাবরী অস্তে॥
ব্রাহ্ম-মুহূর্তের সেই পুরবাণী
জাগায় সুপ্ত প্রাণ জাগায় – নব চেতনা দানি
সেই সঞ্জীবনী বাণী শক্তি তার ছড়ায় পশ্চিমে, সুদূর অনন্তে।
উর্মিছন্দা শত-নদীত্রোত ধারায় নিত্য পবিত্র-সিনান-শুদ্ধ-পুরব বঙ্গ
ঘন বন-কুন্তলা প্রকৃতির বক্ষে সরল সৌম্য শক্তি-প্রবুদ্ধ-পুরব বঙ্গ!
আজি শুভলগ্নে তা’রি বাণীর বলাকা
অলখ ব্যোমে মেলিল পাখা,
ঝঙ্কার হানি যায় তার পুরবাণী
জীবন্ত হউক হিম জর্জর ভারত নবীন বসন্তে॥

ব্রহ্মমোহন ঠাকুর তাঁর 'নজরুল সঙ্গীত নির্দেশিকা' গ্রন্থে [পৃষ্ঠা: ১৫৯৮] লিখেছেন- 'সম্ভবতঃ এটি কবিতা, গান নয়।'