বিষয়: নজরুলসঙ্গীত।
শিরোনাম: কত যে রূপে তুমি এলে হযরত এই দুনিয়ায়
কত যে রূপে তুমি এলে হযরত এই দুনিয়ায়
তোমার ভেদ যে জানে আখেরি নবী কয় না তোমায়॥
আদমের আগে ছিলে আরশ পাকে, তার আগে খোদায়।
আদমের পেশানিতে হেরেছি তব জ্যোতি চমকায়।
ছিলে ইব্রাহিমের মধ্যে তুমি, ফুল হলো তাই নমরুদের আগুন।
নুহের মধ্যে ছিলে তাই কিশতী তার ডুবলো না দারিয়ায়॥
কভু ইউসুফ হয়ে আসিলে তাই রূপের বাজারে
কত যে জুলেখা হায় লুটাইল তব রাঙা পায়।
মুসার মধ্যে ছিলে ডুবে মুসা দেখলো খোদার নূর
ঈশার মধ্যে ছিলে তাই বেঁচে চৌখা আশমানে ধায়॥
আসিলে সবার শেষে এ যে এই লীলা হে আহমদ
তাই তব প্রিয় নাম আউলিয়া ও আম্বিয়া সব ধেয়ায়॥