বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: লাজের মাথা খেয়ে, চেয়ে দ্যাখ লো ঠাকুরঝি
লাজের মাথা খেয়ে, চেয়ে দ্যাখ লো ঠাকুরঝি
মাঠের পথে কে আসে ঐ ঠাকুরজামাই কি?
তুই সোজা পথে হোঁচট কেন খাস
এদিক যেতে ওদিক কেন খাস
তোর রঙ্গ দেখে কলসি রেখে হাসতেছে সেজদি॥
তোর পিঠ গেল যে উদ্‌লা হয়ে ঘোমটা দিতে মুখে,
তোর কলসির জল উথলে ওঠে চল্‌কে পড়ে বুকে।
তুই আজ রাগছিস কাল সকালে উঠে
দেখব লো ঐ আছে হাসির কমল ফুটে।
তোর গাল কেন লাল হল কখন এল মৌমাছি॥