বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম:
লাজের মাথা খেয়ে, চেয়ে দ্যাখ লো ঠাকুরঝি
লাজের মাথা খেয়ে, চেয়ে দ্যাখ লো ঠাকুরঝি
মাঠের পথে কে আসে ঐ ঠাকুরজামাই কি?
তুই সোজা পথে হোঁচট কেন খাস
এদিক যেতে ওদিক কেন খাস
তোর রঙ্গ দেখে কলসি রেখে হাসতেছে সেজদি॥
তোর পিঠ গেল যে উদ্লা হয়ে ঘোমটা দিতে মুখে,
তোর কলসির জল উথলে ওঠে চল্কে পড়ে বুকে।
তুই আজ রাগছিস কাল সকালে উঠে
দেখব লো ঐ আছে হাসির কমল ফুটে।
তোর গাল কেন লাল হল কখন এল মৌমাছি॥
- রচনাকাল ও স্থান:
গানটির
রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের ডিসেম্বর ১৯৪০ (অগ্রহায়ণ-পৌষ
১৩৪৭) মেগাফোন রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে।
এই সময় নজরুলের বয়স ছিল ৪১ বৎসর ৬ মাস।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইন্সটিটিউট, ফেব্রুয়ারি ২০১১] ।
২০৮৫ সংখ্যক গান। পৃষ্ঠা:
৯৪৬।
- রেকর্ড: মেগাফোন [ডিসেম্বর ১৯৪০ (অগ্রহায়ণ-পৌষ ১৩৪৭)। জেএনজি ৫৫২১। শিল্পী:
কালোদেবী]