বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: হে ইন্দ্রাণী! এলে কার তরে
রাগ: হাম্বীর, তাল: ত্রিতাল
হে ইন্দ্রাণী! এলে কার তরে
লয়ে করে সুধাপাত্রখানি॥
রোদন সায়রে তুমি ইন্দ্রধনু
এলে অশ্রুর বরষার পুষ্পতনু
জাননা কি অনুরাগে
জীবন-দেবতা জাগে
ধরিবে বলিয়া তব পদ্মপাণি॥
সুরলোক সাধিকা যে তুমি অমরার
এলে বুঝি কার তরে ব্যথার পাথার।
অশ্রুত অশ্রুর নীরবতা কর দূর
কূলে কূলে হাসির তরঙ্গ হান॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের জানুয়ারি (পৌষ-মাঘ ১৩৪৬) মাসে, কলম্বিয়া রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড করেছিল। কিন্তু রেকর্ডটি শেষ পর্যন্ত প্রকাশিত হয় নি। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪০ বৎসর ৭ মাস।
- গ্রন্থ:
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা
২১৪০। রাগ: হাম্বীর, তাল: ত্রিতাল। পৃষ্ঠা: ৯৪৭-৯৪৮]
- রেকর্ড: কলম্বিয়া [জানুয়ারি ১৯৪০ (পৌষ-মাঘ ১৩৪৬)।
শিল্পী: বিমলভূষণ। রেকর্ডটি প্রকাশিত হয় নি।