বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম: বাদলা-কালো স্নিগ্ধা আমার কান্তা এল
তাল: কাহারবা
বাদলা-কালো স্নিগ্ধা আমার কান্তা এল রিমঝিমিয়ে,
বৃষ্টিতে তার বাজ্লো নুপূর পায়জোরেরই শিঞ্জিনী যে।
ভিজল কুঁড়ির বক্ষ-পরাগ হিম-শিশিরের আমেজ পেয়ে,
হমদম! হরদম দাও মদ, মস্ত্ করো গজল গেয়ে!
ফেরদৌসের ঝরকা বেয়ে গুল-বাগিচায় চলচে হাওয়া,
এই তো রে ভাই ওক্ত খুশির, দ্রাক্ষারসে দিলকে নাওয়া।
কুঞ্জে জরীন ফারসি ফরাস বিছিয়েচে আজ ফুলবালারা,
আজ চাই-ই চাই লাল-শিরাজি স্বচ্ছ-সরস খোর্মা-পারা!
খামখা তুমি মরছ কাজী শুষ্ক তোমার শাস্ত্র ঘেঁটে,
মুক্তি পাবে মদখোরের এই আল-কিমিয়ার পাত্র চেটে!
- রচনাকাল: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টাভাবে
কিছু জানা যায় না।
গানটি প্রকাশিত হয়েছিল 'মোসলেম ভারত' পত্রিকার 'আষাঢ় ১৩২৭ বঙ্গাব্দ' (জুন ১৯২০) সংখ্যায়।
গানটির নিচে বন্ধনীর মধ্যে লেখা ছিল- "হাফিজের-এর ছন্দ ও ভাব অবলম্বনে"। ধারণা করা হয়
গানটি নজরুল জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে রচনা করেছিলেন। এই সময় নজরুলের বয়স ছিল ২১ বৎসর ১ মাস।
- পত্রিকা:
মোসলেম ভারত
[আষাঢ় ১৩২৭ বঙ্গাব্দ (জুন-জুলাই ১৯২০)]
- গ্রন্থ:
পূবের হাওয়া। প্রথম
সংস্করণ [আশ্বিন
১৩৩২ বঙ্গাব্দ (অক্টোবর ১৯২৫)। শিরোনাম 'বাদল-প্রাতের শরাব'
- পর্যায়: