বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: ফুটল গোলাপ ফুলের কুঁড়ি দেখবি যদি আয়
            ফুটল গোলাপ ফুলের কুঁড়ি দেখবি যদি আয়
ও তার পাপড়ি ঠোঁটের আলতা পরা সৌরভে মাতায়॥
                    ডাকছে কোকিল কুহু বলে
                    যমুনায় জল নাচছে তালে
            বেল যাতি জুঁই উঠল ফুলে ফাগুনে হাওয়ায়॥