বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: অন্তরে তুমি আছ,
প্রেমময় ওহে হরি
চলচ্চিত্র 'ধ্রুব'
অন্তরে তুমি আছ, প্রেমময় ওহে হরি।
দিয়েছ যে ভালোবাসা, তাই দিয়ে তোমারে বরি॥
সে দিকে তোমারে
দেখি
কাতরে তোমারে
ডাকি
যে দিকে ফিরাই
আঁখি
দাও হে আমারে তরি॥
-
রচনাকাল ও স্থান:
১৯৩৪ খ্রিষ্টাব্দের ১লা জানুয়ারি
‘ধ্রুব’ নামক চলচ্চিত্রটি মুক্তি পায়। এই চলচ্চিত্রে গানটি ব্যবহৃত হয়েছিল।
ধারণা করা হয়, কাজী নজরুল ইসলাম এই চলচ্চিত্রের জন্য ১৯৩৩ খ্রিষ্টাব্দের
কোনো এক সময়ে এই গানটি রচনা করেছিলেন। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ৭
মাস।
-
গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ৩০৯৪। সিনেমা: ধ্রুব। পৃষ্ঠা: ৯৪৯]
-
চলচ্চিত্র:
ধ্রুব। ক্রাউন টকি হাউস।
১ জানুয়ারি ১৯৩৪ (সোমবার, ১৭ পৌষ ১৩৪০)।