সখি ফুল ফুটেছে
[গানটির বাণী উদ্ধার করা সম্ভব হয় নি]
রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৯ খ্রিষ্টাব্দের
২ নভেম্বর(১৯ কার্তিক ১৩৪৬) কলকাতা বেতার
থেকে বিজন ঘোষ দস্তিদারের কণ্ঠে গানটি প্রচারিত
হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪০ বৎসর
৫ মাস।
বেতার: কলকাতা বেতার ক। চতুর্থ অধিবেশন। [২ নভেম্বর ১৯৩৯ (বৃহস্পতিবার, ১৯ কার্তিক ১৩৪৬)।
রাত্রি: ১০-১৫। একক শিল্পীর অনুষ্ঠান। শিল্পী: বিজন ঘোষ দস্তিদার।
[সূত্র:
The Indian Listener
পত্রিকায়
[Vol.
IV. No 21, 22 October, 1939. Page 1487]
গ্রন্থ:
নজরুল-সঙ্গীত সংগ্রহ, [নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮।
ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ৩১৬৬ গান।
পৃষ্ঠা: ৯৫৮।
সূত্র: বাংলা সাহিত্যে নজরুল: আজহারউদ্দীন খান। সুপ্রীম পাবলিশার্স,
কলকাতা, এপ্রিল ১৯৯৭। মেগাফোন কোম্পানির জন্য রচিত এই গানটি উদ্ধার করা
সম্ভব হয় নি।