বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: হে ব্রজবল্লভ
হে ব্রজবল্লভ
[সম্পূর্ণ গানটি পাওয়া যায় নি]
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের ৩০ সেপ্টেম্বর তারিখে
এইচএমভি রেকর্ড কোম্পানির সঙ্গে কবির চুক্তিপত্র হয়। ধারণা করা হয়,
চুক্তিপত্রে উল্লিখিত নতুন গানগুলো এই সময়ের কিছু আগে রচিত হয়েছিল। এই সময় নজরুল ইসলামের ৩৭ বৎসর
৩ মাস ।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা
৩১৭৪। পৃষ্ঠা: ৯৫৯]
- রেকর্ড: ১৯৩৬ খ্রিষ্টাব্দের ৩০ সেপ্টেম্বর (বুধবার ১৪
আশ্বিন ১৩৪৩) এইচএমভি রেকর্ড কোম্পানির সাথে নজরুল ইসলামের একটি
চুক্তি হয়েছিল। এই চুক্তিপত্রের এই গানটির উল্লেখ ছিল। পরে এই গানটির
আর সন্ধান পাওয়া যায় নি।