বিষয়: নজরুলসঙ্গীত
শিরোনাম:
অ্যগ্যর তুম রাধা হোতে শ্যাম।
অ্যগ্যর তুম রাধা হোতে শ্যাম।
মেরি তরা বস আঠোঁ প্যহ্যর তুম, রট্তে শ্যামকা নাম ॥

বন-ফুলকে মালা নিরালি বন্‌ যাতি নাগন কালি
কৃষ্ণ-প্রেমকী ভীক্‌ মাঙ্গনে আতে লাখ্‌ যনমৃ।
তুম, আতে ইস্‌ বৃজধাম ॥

চুপ্‌কে চুপ্‌কে তুম্‌রে হিরদয় মে বসতা বন্‌সীওয়ালা,
অওর, ধীরে ধীরে উস্‌কী ধুন সে ব্যঢ়তী মন্‌কি জ্বালা।

পন্-ঘটমে ন্যয়্যন বিছায়ে তুম্, র্যহতে আস্ ল্যাগায়ে
আওর, কালেকে সঙ্গ প্রীত ল্যগাকর্‌ হো জাতে বদনাম ॥