বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: ইসলামের ঐ সওদা লয়ে এলো নবীন সওদাগর
তাল:
কাহার্বা
ইসলামের এ বাগিচাতে ফুটলো দুটি ফুল।
শোভায় অতুল সে ফুল আমার আল্লাহ ও রসুল॥
যুগল কুসুম উজল রঙে
হৃদয় আমার উঠলো রেঙে
খোশ্বুতে তার মাতোয়ারা মনের বুলবুল॥
ফুটুলো যদি সে ফুল আমার খোশ্-নসিবের ফলে,
জিন্দেগি ভর্ তারি মালা পরবো আমার গলে।
দুই বাজুতে তাবিজ করে
খাড়া হব রোজ হাশরে,
বরকতে তার হব রে পার পুলসেরাতের পুল'॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
১৯৪১ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি
(মাঘ-ফাল্গুন ১৩৪৭)
মাসে টুইন রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। এই সময়
নজরুল ইসলামের বয়স ছিল ৪১ বৎসর ৮ মাস।
- গ্রন্থ:
অগ্রন্থিত গান নজরুল রচনাবলী, চতুর্থ খণ্ড [জ্যৈষ্ঠ ১৪১৬, মে ২০০৯, বাংলা একাডেমী। ১২
৫৬ সংখ্যক গান। ভৈরবী-কার্ফা। পৃষ্ঠা: ২২২]
-
রেকর্ড:
টুইন। ফেব্রুয়ারি ১৯৪১ (মাঘ-ফাল্গুন ১৩৪৭)।
এফটি ১৩৫২৭। আশরাফ আলী]